সার্থক হবে চেষ্টা
সার্থক হবে চেষ্টা
Prompt-17
সার্থক হবে চেষ্টা
মানিক চন্দ্র গোস্বামী
কবিতা তোমার কেউ পড়ে না,
দুঃখ করছো কেন?
বয়সটা তোমার অল্প এখন,
মনের জোরটা আনো।
করতে থাকো ভাবের প্রকাশ
কথার গাঁথুনি দিয়ে,
পাঠকের মনে জায়গা পাবে
অনেক যাতনা সয়ে।
তোমার কাছে নিজের লেখার
তুলনা মেলা ভার,
ছন্দে, ভাষায় সাজিয়ে নিয়ে
হবে বৈতরণী পার।
পাঠক যখন যথার্থতা
খুঁজে না পায় লেখায়,
অবহেলায় সরিয়ে রেখে,
মনের বেদনা বাড়ায়।
হতেই পারে শক্তি তুমি
পাওনি কলম খোঁচায়,
লেখনীর মাঝে অলংকারের
অসংগতি থেকে যায়।
মন খারাপেও লেখার ধারা
বজায় রেখো সদা,
মনের মাঝে জাগিয়ে রেখো
ভাষা, সাহিত্যের ক্ষুধা।
সার্বিক মান উন্নয়নের
সার্থক করো চেষ্টা,
লেখনীর গুণে আপ্লুতো হোক
তোমার সাধের দেশটা।
শক্তিহীন মেনে নিয়ে তুমি,
এঁকো না হীনমন্যের ছবি;
বিশ্বাস রাখো, নিশ্চয়ই হবে
এক শক্তিমান কবি।
