STORYMIRROR

Sudeepa Mondal

Inspirational

4  

Sudeepa Mondal

Inspirational

রবির রবি

রবির রবি

1 min
253

জীবন- মরণের পাড়ে,

তুমি রয়েছে এ জীবন জুড়ে

আনন্দ, প্রেমে, হতাশার দিনে

তোমার কবিতা,তোমার গান বসতি গড়েছে হৃদয় জুড়ে।

হোক না সে শৈশবের বৃষ্টির ভেলা,

যৌবনের প্রেম- বিরহের মেলা

তোমার লেখনীতে মূর্ত, সব আসা-যাওয়ার খেলা।


জুগিয়েছো প্রত্যয় নুয়ে পরা প্রানে,

গর্জে উঠেছে স্বদেশী তোমার গানে

হাহাকারের মাঝেও জ্বলেছে আলো তোমার নিত্য দানে।


শিখিয়েছো করতে ক্ষমা অপরাধী যতো

অপরাধ সে তো ভুল নয় ঘৃণ্য তম

তোমার বাণীতে খুলেছে বন্ধ দুয়ার

পাষাণ গলেছে শত শত।


শত বছর পরে,

আজো তুমি রয়েছে মানবতার ঘরে ঘরে,

ধন্য হয়েছে এ জাতি কুল,

তোমার করুণা ও বরে।


হে বিশ্বকবি, রবির রবি 

লহ শতকোটি নম

ক্ষুদ্র মোরা,তুচ্ছ মোরা এর বেশি কি আর কবো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational