রবিবন্দনা
রবিবন্দনা


হে মহাকবি আজও মনে পড়ে তোমায় স্পপনে জাগরণে,
তোমার কবিতা ওঠে যে ভেসে প্রেমিকের নয়নে নয়নে।
তোমার ছন্দ ধ্বনিত হয় বসন্তের রক্তিম অশোক পলাশে,
তোমার গীতি স্পন্দিত হয় শরতের নীলাভ আকাশে।
আজ প্রতি বাঙালীর হৃদয়ে বাজে তোমার অমর গীতাঞ্জলি,
প্রতি কবির ছন্দে ধ্বনিত হয়ে ওঠে তোমারই কাব্যাঞ্জলি।
বিশ্বকবি তুমি ,তাই হয়তো বন্দনা করেছে তোমায় নিখিল জগৎ,
তাই তো আজ প্রতি বাঙালীর মনে ভাসে তোমারই ছন্দের পারাবত,
তাই তো শ্রদ্ধা ভরে করি তোমারই কল্পনা,
'সোনার তরীর কবি তুমি প্রতি প্রেমিকের ছন্দে ধ্বনিত হয় তোমারই বেদনা।
প্রেমিক প্রেমিকার মিলনে বেজে ওঠে তোমার কথা ও কলি,
আজও শান্তিনিকেতনের প্রেমের উৎসবে ভেসে ওঠে তোমারই কবিতার বুলি।
তুমি কেবল কবি নও তুমি যে বাঙালীর প্রাণপুরুষ,
আজ প্রতি প্রেমিকের স্বপ্নে জাগে তোমারই ক্ষণিকা,
তোমারই ধার করা সুরে প্রেম জানায় প্রেমিকা।
আজ তুমি সংস্কৃতি ,প্রেম,সৃজন,চেতনা
তাই তো জানাই আজ রবিবন্দনা।