STORYMIRROR

arijit bhattacharya

Abstract Inspirational

2  

arijit bhattacharya

Abstract Inspirational

নারী তুমি অর্ধেক আকাশ

নারী তুমি অর্ধেক আকাশ

1 min
1.7K


নারী,তুমি অর্ধেক আকাশ।

ঈশ্বরের ছায়া তুমি,

হৃদয়কে দিয়ে যাও প্রেমের মুক্ত বাতাস।

তোমারই স্নেহসুধায় পৃথিবীর বুকে সৃজন হয় জীবনের,

প্রতিজ্ঞা করো তুমি সাথ দেবার আমরণের।

তুমি কখনো আদিশক্তি মহাশক্তি,

কখনো বা পুরুষের অর্ধাঙ্গিনী,

মানুষের এই জীবনধারার তুমিই তো তরঙ্গিনী।

তুমি শক্তি সাহস স্বরূপা,

স্নেহ,মমত্ব আর আন্তরিকতায় তুমি অপরূপা।

ক্ষমা ও মমতার আদর্শে তুমি করুণাময়ী,

হে নারী,তোমায় জানা কতো কঠিন-

তুমি যে ছলনাময়ী।

কখনো প্রেম আর ভালোবাসার আদর্শে তুমি প্রেমময়ী,

আর কখনো দৃপ্ত সাহস আর ত্যাগের আদর্শে

হে আদিশক্তি মাতৃশক্তি,

তুমি যে জ্বালাময়ী।।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract