অর্পিতা
অর্পিতা


নবরূপে নবসাজে কে তুমি অপরূপা কামিনী,
আমার হৃদয়কে মোহিত করেছে ওগো তোমার ঐ নয়নদামিনী,
তোমারই চিন্তায় কাটে এখন আমার যামিনী!
স্নানরতা আজানুলম্বিতা কেশরাশি তোমার কতো মনোরম,
উদ্ভিন্নযৌবনা তোমার এই রূপরাশি কতোই না অভিরাম!
তোমার এই রূপের কাছে ম্লান পূর্ণিমারাতের চন্দ্রিমা,
প্রিয়তমা,তুমিই যে আকাশের ঐ নীলিমা।
প্রিয়া,তুমিই তো অস্তমিত ঐ সূর্যের রক্তিমা,
পীবরোন্নতবক্ষা, নীলশাড়িতে আজ তুমি যে সুশোভিতা,
জুঁইফুলের সুবাসে তুমি যে সুবাসিতা,
প্রিয়তমা,মৃদুহাসিতে তুমি যে আজ সত্যই সুললিতা।
তোমার প্রেমে মুগ্ধ এই চিত্ত,
আমার স্মৃতিতে করো তুমি নৃত্য।
অলকাপুরীর অপ্সরী তুমি যে সুবিনীতা,
আমার প্রেম তুমি,তুমি অর্পিতা।