আজ প্রেমের গন্ধ আকাশে বাতাসে
আজ প্রেমের গন্ধ আকাশে বাতাসে
সারা পৃথিবী আজ ভরেছে জুঁইয়ের সুবাসে,
আজ প্রেমের মিষ্টি গন্ধ আকাশে বাতাসে।
নদীর তীরে কাশের দোলায় আজ আছে প্রেম,
প্রেম আছে আজ রজনীগন্ধায়,
প্রেম আছে আজ হাসনুহানায়।
প্রেম আছে ঐ রঙিন কৃষ্ণচূড়ায়,
প্রেমের স্বাদ ঐ ধূসর পাহাড়চূড়ায়।
ভালোবাসার গন্ধ আজ রঙিন বসন্তের বিকালে,
ভালোবাসার স্বাদ আজি সুনীল শরৎ সকালে।
ভালোবাসার স্পর্শ আজ তোমার রক্তিম ঠোঁটে,
প্রেমের বার্তা আজ তোমার ঐ হরিণী চোখে।
প্রেমের সুগন্ধ আছে আজ অশ্রুজলে,
প্রেমের উর্মি আছে আজ দুঃখসাগরে,
প্রেমের জীবন আছে আজ মৃত্যুর উপত্
যকায়,
প্রেম আছে আজ বসন্তের বারতায়।
প্রেমের সুগন্ধ আজ অশ্রুজলের ঝিলকে করেছে সুখময়,
প্রেমের লহরী আজি দুঃখের সাগরকে করেছে প্রাণময়,
প্রেমের সঙ্গীতে মৃত্যুর উপত্যকা আজ গীতময়,
প্রেমের পরশপাথরে জীবন আজি শুভময়।
প্রেম আছে আজ তোমার রক্তিম ওষ্ঠে,
প্রেম আছে আজ পূর্ণিমার মায়াবী জ্যোৎস্নায়।
প্রেম আছে আজ রূপোলী সূর্যকিরণে,
প্রেম আছে যে ঐ সাগরসঙ্গমে।
প্রেম ঐ উর্বশীর উদ্ধত যৌবনে,
প্রেম আজ অমরাবতীর অলকাকাননে।
প্রেমের ঢেউ আজ শিরায় শিরায়,
প্রেমের উপস্থিতি আজ যে কুয়াশার ক্ষণিকায়।