arijit bhattacharya

Classics

4  

arijit bhattacharya

Classics

ওগো মহাকবি,তুমি লহ প্রণাম

ওগো মহাকবি,তুমি লহ প্রণাম

1 min
479


ওগো মহাকবি,তুমি লহ প্রণাম :-

আজ এই সঙ্কটের দিনে

সমাজকে রুদ্ধ করেছে যে সঙ্কীর্ণতা,সন্দেহ আর অজ্ঞানতার কারা,

সেই নাগপাশকে নিজের শব্দবাণে ভেদ করতে ফিরে আসো তুমি,

ওগো মহাকবি বিশ্বকবি,সাহিত্যের আকাশের তুমি সেই ধ্রুবতারা।


আজ আমাদের মাঝে আর নেই কো তুমি,

কিন্তু রয়েছে তোমার কবিতার সেই শান্তিসঙ্গীতের শ্বাশ্বতবাণী,

আজ রয়েছে তোমার কবিতার সেই ভাবনা,সেই বিমূর্ত চেতনা,

আর তাকেই অনুসরণ করে পথ চলেছি আমি।

ক্ষণিকার পরিচয়েই কতো মধুর লেগেছিল তোমার ঐ কুহু ও কেকা,

আজ তাই মনে পড়ে তোমার ঐ চোখের বালি,

কতো না অনুপমা ছিল তোমার বলাকা।


তাই আজ স্বপনে জাগরণে অনুভব করি শিরের ওপর তোমার কোমল করস্পর্শ,

মনে উদ্ভাসিত হয় তোমার গীতাঞ্জলি,

তাই তো হে বিশ্বকবি,

মোর অপরাধ করিও ক্ষমা,

আজি মোর কবিতার মধ্য দিয়েই

জানাই তোমায় শ্রদ্ধাঞ্জলি।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics