দূরে ঐ নীল সাগর
দূরে ঐ নীল সাগর


দূরে ঐ নীল সাগর
দেখিলাম কতো স্থান , ভ্রমিলাম কতো নগর,
তবু হাতছানি দিয়ে ডাকে কেন দূরে ঐ নীল সাগর।
নীল সাগরের ঊর্মিমালায় যখন প্রতিফলিত অস্তমিত সূর্যের রক্তিমা,
কতো মনোরম লাগে যে ঐ অসীমের নীলিমা,
সাগরে ঢেউ ওঠে ঢেউ ভাঙে,
যেমন কতো সম্পর্ক গড়ে আর ভাঙে ।
সমুদ্র সৈকতে ঝাউবনে বিচরণ বড়োই সুন্দর,
বালুকাভূম থেকে উদিত সূর্যের দৃশ্য এক মধুর প্রকৃতিপ্রেমের আকর!