arijit bhattacharya

Classics

3  

arijit bhattacharya

Classics

বিদ্রোহী কবি হে,আজও তুমি হে অনুপম

বিদ্রোহী কবি হে,আজও তুমি হে অনুপম

1 min
12.3K


বিদ্রোহী কবি হে আজও তুমি অনুপম,

প্রেমের নজরুলগীতিতে তুমি সত্যিই নিরূপম।

তোমার লেখা 'চল চল রে চল' আজও প্রেরণা জাগায় শিশুমনের অভ্যন্তরে,

'দুর্গম গিরি কান্তার মরু' শিহরণ জাগিয়ে তোলে সকল বাঙালী মনপ্রাণের গভীরে,

অগ্নিবীণা,বিষের বাঁশি করেছে যে তোমাকে অমর,

সমকালীন কবিদের বিপরীত ধারায় গিয়ে বিদ্রোহী কবিতায় ব্রিটিশের সম্মুখ সমালোচনা করার তীব্র সাহস করেছে তোমাকে মহৎ,

তাই তো আজও মনে পড়ে তোমার অমর সৃষ্টি কালজয়ী ধূমকেতু,

রবীন্দ্রের পরে তুমিই তো শতকেতু,

তাই হে কবি তুমি বলেছিলে এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়,

আজও হে দুখু মিয়া,ভারত ও বাংলাদেশের মানুষের মনে তোমার ভালোবাসার নেই কো লয়।


Rate this content
Log in