বসন্ত উৎসব
বসন্ত উৎসব


উঠল সেজে প্রকৃতিরাণী শিমূলে পলাশে,
আজ প্রেম ভেসে বেড়ায় বাতাসে আকাশে,
রাঙা আবিরের পরশে হয় মনের মানুষকে চিনে নেওয়া,
ঋতুরাজের আগমনে আজ শুধু হৃদয়ের দেওয়া-নেওয়া!
কথিত আছে কামদেব মহাদেব কর্তৃক ভস্ম হয়ে পরিণত হয়েছিলেন আবিরে,
তাই তো মনোজ হয়ে ভেসে বেড়ান তিনি
সমীরে সমীরে।
মহুয়ার গন্ধে আজ প্রকৃতি যে মাতোয়ারা,
লাল নীল রঙের খেলায় মন যে বাঁধনহারা!
মাদলের শব্দে মনে আজ জাগে আশা,
অশুভের ওপর শুভের বিজয়ের উৎসব হোলি,
সৃষ্টি হয় কতো প্রেমকাহিনীর,
কোকিলের কুহুতানে হৃদয়ে জেগে ওঠে ভালোবাসা।
প্রেমিকার হাতে মাখানো আবিরের ওমে জন্ম নেয় প্রেমের দিব্য আলোক,
সারা পৃথিবীতে গড়ে ওঠে এক মধুর স্বপ্নের স্বর্গলোক।