তোর্সা
তোর্সা


চুম্বি উপত্যকা থেকে বহমান এক উদ্ভিন্নযৌবনা স্রোতস্বিনী,
সারা উত্তরবঙ্গকে সুমধুর করেছে এরই প্রেমধারার কলধ্বনি।
জলদাপাড়ার পাশে সেই তটিনী কুলকুল করে বয়,
ব্রহ্মপুত্রের মধ্যেই সেই তরঙ্গিনীর লয়।
পূর্ণসলিলা নদী নয় ,যেন সে সম্পূর্ণযৌবনা তরুণী।