STORYMIRROR

Nityananda Banerjee

Inspirational Others

3  

Nityananda Banerjee

Inspirational Others

রাজশেখর ( সনেট)

রাজশেখর ( সনেট)

1 min
133

চলন্তিকা নারী নয়, ক্ষোভ অভিমান,

ধরিতে সাহিত্য রস , রাজশেখর বসু,

রচিলেন চলন্তিকা নয়া অভিধান,

ভাষা পরিভাষা যেন পৃষ্ঠে অষ্টবসু।


দশদিশে প্রচলন বিংশ শতাব্দীর,

অর্থবোধ ভাববোধ অবোধের মত,

অবরোধ করি তার প্রবাহ রুধির,

অনুপলে মিলাইল ভাষাজ্ঞান ক্ষত।


দুর্বোধ্য প্রাকার ভাঙি' রচে ইতিহাস

একস্থানে অবস্থান শব্দ ও ভাষার,

অগতির গতি যথা স্বর্ণ চন্দ্রহাস,

চলন্তিকা অভিধান ভাষা চরচার।


চলন্তিকা অভিধান রমণীর গর্ভ,

পলে পলে জন্ম দেয় সাহিত্য-সন্দর্ভ।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational