রাজকাহিনী
রাজকাহিনী
রাজকাহিনী.. হচ্ছে রোজ রোজ..
সেই যুগ যুগান্তর ধরে চলে আসা অধিকার,স্বাধীনতার লড়াই...।
ধর্মের যুদ্ধে মাটি ভাগ হলো...
চোখের জল পরিণত হলো রক্তে...
কতো কতো নারীর আর্তনাদ যন্ত্রণায় চাপা পড়ে গেলো..
বেগম জানের কোঠা ভাঙলো..
কিন্তু,যুদ্ধ থামলো না...।
তথাকথিত স্বাধীন ভারতে ঘরে বাইরে গুপ্ত কোঠা নির্মিত হচ্ছে রোজ রোজ...
ধর্ম ভাগ , জাত ভাগ,বর্ণ ভাগ...
ভাগের সংখ্যা বেড়েই গেল...যোগ হলো না কিছুই..
"ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা"..
কিন্তু , মাটি খুঁজে পেলাম না কোথাও.. দেখি শুধু ভাগ..
এ বলে এটা আমার মাটি..,ও বলে আমার..
দেখি কম্পিত ধরণী..দেখি রণসজ্জা পরিধাণ হুঙ্কার..দেখি রক্ত ...
এ স্বাধীন ভারতের যুদ্ধ..
যার ঘোষণা হয় না ... শুধু লড়াই হয়ে যায়..
আর,
স্বাধীনতা.. স্বাধীনতা..স্বাধীনতা ....সুপ্ত চিৎকার রয়ে যায়...।।
