ম্যানিকুইন
ম্যানিকুইন
একলা বুঝি..একলা রয় না আর..
সকল ক্লান্তি করে ঘোরাঘুরি,
আবার কবে বিকেল দেখবো ভাবি..
রাত্রি - সকাল শ্রান্ত লাগে ভারী।
প্রজাপতি গুলো সেলাই করা আজ...
হ্যাংয়ার ঝোলে মধ্যেখানে দেখি,
ফুলের গন্ধ পায়না সে তো আর..
মিথ্যে সব রঙিন আঁকিবুকি।
ম্যানিকুইন টাও স্তব্ধ চেয়ে রয়..
পোশাক বদলায় নতুন কিছু এলে,
সেটাও বেশিক্ষণ স্থায়ী থাকে না গায়ে..
যদি চোখ পরে যায় ছোট্ট একটি ছেলের..।
