STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Drama Others

3  

মধুমিতা দেবনাথ

Drama Others

পরিযায়ী পাখি

পরিযায়ী পাখি

1 min
378

..


একটা পরিযায়ী পাখি উড়তে উড়তে এক পড়ন্ত বিকেলে..আমার যত্নে বেড়ে ওঠা গাছটার ডালে এসে বসে রোজ.....

আমায় গান শোনায়, কতো কতো কবিতা শোনায় নিভৃত নির্জনে।


কি সুন্দর তার কন্ঠ..এক অমোঘ আকর্ষণে রোজ অপেক্ষা করি তার..

 খুব ইচ্ছে হয় তার কণ্ঠে কণ্ঠ মেলাতে..

কিন্তু পারিনা ...

   সে যখন আসে হঠাৎ করেই দুষ্টুমির ছলে..বলে..

কি গো আমাকে চিনতে পারছো ? আমি সে গো..যাকে তুমি স্পন্দন কুঠিতে আটকে রেখেছো..খুব যতনে..অতি গোপনে।


  আমি স্তব্ধ হয়ে শুনি তার কথা।

কি অদ্ভুত এক অনুভূতি ঘিরে রাখে মনে..

 তাকে নিয়ে ভাবতে ভালো লাগে সারাক্ষণ।


কিন্তু তারপর....,

  দূরে সরিয়ে দেই আমিই..খুব গোপনে..

যেভাবে কাছে গিয়েছিলাম .. ঠিক সেভাবেই গোপনে দূরত্ব ডাকি নিজের থেকে নিজেকে..।


কারণ,আমি তো জানি সে থাকার নয়..

 এই যে তার আসা ...ঠিক তার সাথে যাওয়াটাও যে নির্ধারিত...

সে থাকতে চাইলেও আমি যে তা পারিনা..

তাকে মুক্ত করে দেওয়াই যে পরম সুখ ... তবেই না সে আমার অতি গোপন স্পন্দন কুঠির বাসিন্দা...


   সে যে এক পরিযায়ী.


Rate this content
Log in

Similar bengali poem from Drama