ব্যাক্তিগত
ব্যাক্তিগত
আমার ব্যাক্তিগত সবকিছুতেই
অধিকার করেছো তুমি...
তবুও,যখন কোনো সন্দেহ বাসা বাঁধে তোমার মনে...
বলো,"ওটা তোমার ব্যাক্তিগত-
-হস্তক্ষেপ করবো না আমি",
ভাবায় আমায়.., ব্যাক্তিগত কোনটা হয়...?
শরীর নাকি মন...
সবই যা তোমায় দিয়েছি..
সেই তুমিটাও যে আমারই ব্যাক্তিগত কারণ..!
এবার বুঝি..!
একটা আমি আছে... আমার ব্যাক্তিগত..
অবিশ্বাসী ভালোবাসায় যে ভীষন ভাবে ক্ষত।
এই আমি'টা..?
দীর্ঘশ্বাস-এ কষ্ট লুকায়..
কান্না হাসির পিছে..
চিৎকার করে কাঁদতে চায়..
অবশেষটা...? বালিশ চাপা নিচে,
কতো সহজেই, সবটা তুমি ভুল বলে দিলে..
অনুভূতি বিকোয় মূল্যদরে..
আমার আমি'টা.. বন্ধচোখে গুমরে বলে..
কষ্ট যদি দাও হে প্রভু.. শক্তি দিও সহিবারে।