রিফিউজি এক মেঘ
রিফিউজি এক মেঘ
আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য্য গুড বাই
ঝাঁপ বন্ধ পোস্টম্যান টার ঠিকানা হাতড়াই..
চিঠি তো নেই ফোন নম্বর,রাত গভীরে হ্যালো
অন্ধকারের আসকারা তে.. চু কিত কিত খেলো..
খেলা আসলে খুনখারাবি..বুক দরিয়ায় ঝুপ্
জানতো সবই মেঘলা নদী..ইচ্ছে করেই চুপ
ভুল ফুটেছে ইকির মিকির,দীঘির কালো জল
মার্কেটিং এ ভিড় বেড়েছে,ঠাণ্ডা শপিং মল।
আকাশ জুড়ে ফ্ল্যাট উঠেছে, রিফিউজি এক মেঘ
হারিয়ে ফেলা বৃষ্টি ঢেলে ..ভুলেছে উদ্বেগ...।

