STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Romance Others

3  

মধুমিতা দেবনাথ

Romance Others

ব্রেকআপ

ব্রেকআপ

1 min
208

এক পৃথিবী নিঃস্ব নিশ্বাস,এক চিলতে তোমার থেকে দূরে..

এইমাত্র অঝোর হলো মেঘ, কাঁচা হলুদ আদুরে রোদ্দুরে,


কিজানি কোন অপার্থিব ভোর..শিউলি আঁকে শিশির সৈকতে..

অনেকগুলি বছর পার হলে ,সময় নিজেই মলম লাগায় ক্ষতে


তবু আগুন ফুসলে আনে নদী,ঢেউ টপকায় নিষেধ কাঁটাতার

ব্রেকআপ থেকে রাস্তা দূরগামী.. রিফিউজি গান তোমার ও আমার


একফালি রোদ ঘুমন্ত ব্যালকনি,একটি আকাশ দিগন্তে চুপচাপ..

রাত্রিকালীন নিঃস্ব চরাচর,শিশির মেখে ঝরছে টুপটাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance