STORYMIRROR

Abhijit Halder

Abstract Thriller

4  

Abhijit Halder

Abstract Thriller

বিষাক্ত রাত্রি

বিষাক্ত রাত্রি

1 min
452

এক বিষাক্ত রাত্রিতে

দেখা হ'ল আমার প্রেয়সীর সাথে

একরাশ প্রেমের সংকল্প নিয়ে,

শহরে তখন ঘোর অন্ধকারে ঢাকা

থেকে থেকে অট্টালিকার উঁচু চূড়া থেকে পেঁচা ডাকছে

বুকের ভিতর শুধু থুক্কু থুক্কু করে।


লাল নিশান প্রেমের সংকট

কিংবা নীল বেদনার প্রহর

সমুদ্রের তীব্র গর্জনে জেগে উঠেছে,

কয়েকটি নেড়িকুত্তা রাস্তার মোড় হতে ডাকে

একটুকরো মাংসের আন্দোলনে।

প্রেয়সী বিষাক্ত ছিল , তাঁর হাতের স্পর্শ

আমাকে খুন করলো গভীর রাতে

শুধুমাত্র পিপাসার রক্ত পান করবার জন্য,

মাঝরাত্রে জেগে উঠে জানতে পারলাম

এটি এক প্রেয়সীর পেত আত্মা ছিল

ঘুমের মধ্যে যাকে আমি ভালোবেসেছিলাম

এটাই আমার মহা ভুল ছিল।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract