থাক অজানা
থাক অজানা
রি-ইউনিয়ন ! না, না, এই বেশ ভালো আছি।
নিজের কিংবা অন্য কারো মনকষ্ট ! না না, ছি ছি !
কাঁচা বাঁশকে নোয়ানো সহজ কিন্তু পাকলে নয়,
পোড় খেয়ে এখন পোক্ত সকল মন, সেটাই মনে হয়।
কারো বা দাঁত ফোকলা, হেয়ার ডাইয়ের বালাই নেই।
কি মনে হয়? রি-ইউনিয়নে সব সাথীরা আসবেই !
হয়তো কেউ পরবাসে, কে জানে কে নিরুদ্দেশে !
পরম প্রিয় হয়তো বা কেউ চলে গেছে পরপারেই ।
দুঃখ যত থাক অজানা,ভালো খবর শুনতে ভালোই।
লাস্ট বেঞ্চের ক্লাসমেটদের সাথে, দোষ কথা বললেই,
মনে তো হয় না বলেছি, বললেও দুই এক দিন হবে !
কথা বলতে ইচ্ছে হলেও, থাকতে যে হতো নীরবে ।
বখাটেদের সাথে করলে আলাপ, লোকে কি ভাববে !
আসলে ওদের বন্ধু বলে, মানতে চায়নি আমার মন,
কথা তাদের সাথেই, থাকতো যারা সাথে সারাক্ষণ।
হয়তো ওদের মনেও জমেছিল, আমার ওপর ক্ষোভ,
নিজের মনে পাইনা খুঁজে ওদের মুখগুলো আজ সব।
অথচ বরাবরই জানি আমি, ওরা খেলাধুলায় সেরা,
এ্যানুয়াল স্পোর্টসের প্রাইজগুলো ছিল ওদের ধরা।
বছরে অন্ততঃ একবার, তাই খাতির করতো টিচার !
এর চেয়ে বেশি ওদের, চাহিদা ছিল না কোনো আর।
