লকডাউন : নীরবে বিচ্ছেদ
লকডাউন : নীরবে বিচ্ছেদ


সঞ্জীব তোর চাকরি গেছে ?
ফোন এসেছিল বাড়ি থেকে,
কিভাবে কিছু খোঁজ নিয়েছিস ?
সবারই যাচ্ছে একে একে ।
আমার তো মাইনে দিতনা,
ম্যানেজার মহা ধান্দাবাজ !
মাস গেলে ঠিক নিজের গুছত ,
কিচ্ছু করতো নাকো কাজ ।
আমি কিন্তু করতাম কম ,
যা করতাম ফিটফাট,
মাস গেলে যা হাতে পেতাম,
শেষ হতে হতে গড়ের মাঠ !
সেভিংস কিছু হতো নারে ,
কাঁধ - ভাঙ্গা খাটুনি !
আর হ্যাঁ , আমার সাথে কাজ পেয়েছিল,
মনে আছে ক্লাস টেনের চুনি ?!
ও খালি নাক ডাকতো ,
পুরোনো কাজ ফেলে রাখতো,
কোনোদিন সকালে তাড়াতাড়ি এলে ,
পড়ত এসে টেবিলে হেলে ,
"খগেন খুবই আর্জেন্ট এটা " ,
আমার ডেস্ক এ রাখতে ফেলে,
এমন ও করত খুব ই
&nb
sp; বেশ রকম ঘুম পেলে ।
ওয়েদার টা ভালো ঠেকত না ,
আর ঘর সব ছিলো সেকেলে,
সারা অফিস এ একটাই নোংরা বাথরুম,
যাওয়া যেতনা তেমন না পেলে,
জুন মাসে ছেড়েছি ভাই ,
ওয়ার্ক ফ্রম হোম ও দিত না !
বাড়ি থেকে বানাবো বললে ,
সারাটা অবধি দিত না !
তোর কী করে এমন হলো ?
তুইতো এ গ্রেডের ছিলি,
নাকি তোর তো যা ঠাট - বাট !
পুরোনো পাল্টে নতুন নিলি ?
কী রে ভাই ? শুনতে পাচ্ছিস ?
কানেকশন খালি কেটে যায় ,
তুইতো ভাই রাজার ছেলে ,
আমাদের বুকটা ফেটে যায় !
শুনতে যদি পেয়ে থাকিস ,
সাড়া আসেনা কেনো আর ?
ধরিত্রীর শ্রেষ্ঠ জীব আমরা ,
" হয়ে যাবে ঠিক একটা " বলে দেখাবিনা
তোর দায়ভার !