সুখের রাজা
সুখের রাজা
এই পৃথিবী সুখের রাজ্য,
আমি সুখের রাজা।
হাসিখুশি আর সুখ শান্তিতে-
জীবনটা মোর খাসা।
এমন জীবন কার আছে আর
বলতে কি কেউ পার?
নেই তো কোনো অট্টালিকা
তবুও আছি ভালো।
প্রকৃতির সাথে আমার-
আছে মেলামেশ,
তাদের সাথে থেকে আমি
ভালোই আছি বেশ।
তাদের সাথে আপন মনে,
চলি দিন ভর,
আমি সবার আপন আর
সবাই আপন মোর।
আমি হলাম সুখের রাজা-
কোনো অভাব নাইকো মোর।
সমগ্র পৃথিবী জুড়েই-
মোর সুখের কুঁড়েঘর।
