STORYMIRROR

Abhijit Halder

Classics Thriller

4  

Abhijit Halder

Classics Thriller

কেউ যদি মন্ত্রী হয়

কেউ যদি মন্ত্রী হয়

1 min
236

আমার যেন মনে হয়

এইসব মন্ত্রী দেশকে কিনে নেয়,

দুর্ভিক্ষ মহামারী ছিল একসময় বাংলায়

এখন শুধু খবরের শিরোনামে অনেক কিছু....

খবর পাই টের পাই বহুকিছু

জীবনের বাতিঘরে ঠাঁই পাই 

কিছু নাম ও খ্যাতির উপনাম।


এরা ভুলে যায় মানবতা প্রেমের কথা

এই তো সেদিন অন্নের জন্য যারা অন্যের বাড়িতে বাড়িতে যেত

আজ তাঁরা ভুলে যায় জীবনের মুহূর্ত কত বড় ছিল

লজ্জায় ঘেন্নায় মুখ দেখানোর অবস্থা যাদের থাকে না

তাঁরাই তো বড় বড় ভাষণের অগ্রদূত ছিল

এই তো কদিন আগে রাস্তায়, শহরের মোড়ে অলিগলিতে , বাসস্ট্যান্ডে....

কতই না মধুর ভাষণ

আজ সবি মিথ্যার মহাকাশ

যার সীমানা যেমন অতিক্রম করা যায় না

তবে অনুভব করা যায় একটা সময়



দুদিনের জন্য যারা জীবনের লালসা লোভ সামলাতে পারে না

তাঁরা কিভাবে মন্ত্রী হয়ে উঠবে !

মন্ত্রী হওয়া যতটা সহজ নয় ঠিক তাঁর চেয়েও পরিচালনা করা শতগুণ কঠিন ব্যাপার ;

না তাঁরা কখনোই মন্ত্রী হয়ে উঠতে পারে না

(এটা একটা নাম মাত্র)

কখনোই পারে না দেশের মাটিকে আগলে রাখতে।‌।











Rate this content
Log in

Similar bengali poem from Classics