STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

পথের দিশা

পথের দিশা

1 min
339


জীবনে কালিমা লাগিতে দিও না,

নিজেকে সামলে রেখো;

বিন্দু জলও স্থান পাবে না,

পদ্ম পাতায় দেখো |

একবার যদি লেগে যায় কালি,

ঘষিলে মেটে না সে তো;

দগদগে ছাপ রেখে যায় সে যে,

শুখাতে চাহে না ক্ষত |

জীবনের এই চলার পথে,

সাবধানে ফেলো পা;

একটু এদিক ওদিক হলেই,

ভেঙে যাবে গরিমা |

বাক্য প্রয়োগ সংযমে করো,

বেফাঁস কিছুই নয়;

ক্রোধ আসিলেও সংযত হও,

উদ্ধত ভাবে ক্ষয় |

স্নিগ্ধ চোখের নির্মলতায়,

প্রশান্তি আনে মনে;

বাদানুবাদের সমাধান খোঁজো,

হৃদ্যতারই টানে |

ব্যবহার হলে নম্র, বিনয়ী;

উগ্রতা মানে হার,

মনের গঠনে শরীর গঠন,

স্বভাবে চমৎকার |

প্রেমের বার্তা বাতাসে ছড়ায়ে,

দ্বন্দ্বে করিও দূর;

ভেদাভেদ ভুলে সমাজ গঠনে,

একই তারে বাঁধো সুর |


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics