প্রতীক্ষা
প্রতীক্ষা
মানসী,
তোমার মনে পড়ে আমাদের প্রথম সাক্ষাত?
মনে আছে?সেদিন হচ্ছিল রিমঝিম বৃষ্টিপাত।
তুমি ফিরছিলে কোচিং থেকে, ভিজে ভিজে;
আমার যে কি হল ! বুঝতে পারিনি নিজে।
পিছন থেকে আবেগে ডাকলাম,'মানসী'!
ফিরে তাকিয়ে দাঁড়িয়ে পড়লে। মুখে হাসি।
'কিছু বলবে?'মধুর কন্ঠে ভিজে গেল কান।
হৃদস্পন্দন বেড়ে গেল,বেরিয়ে যাবে নাকি প্রাণ?
সলজ্জ হেসে বললাম,'চলে এসো,ছাতা আছে।'
কাছে এসে বললে,'এরই তরে মোর পিছে!'
চোখদুটি হাসছিল, কিছু শোনার জন্য উদগ্রীব।
আমার তো অবস্থা খারাপ ,বুক ঢিপঢিপ।
কি আর বলি__'ভিজলে যে জ্বর হবে।'
'হোকনা, তবেই তো তুমি সাক্ষাতে যাবে।'
চমৎকৃত হলাম! 'তুমি থাকো মোর অপেক্ষায়?'
'আজ কোথা?দিন কাটছে তোমার প্রতীক্ষায়।
..............
