প্রমিস ৭
প্রমিস ৭
কবিতা, তুমি মিছিমিছি ভেবোনাকো ছাইপাঁশ
মনে বেঁধে রাখো দৃঢ় বিশ্বাস
ভালবাসার হবেই জয় দিলাম আশ্বাস।
দেখোনি কি দুনিয়ার যত প্রেমকথা
যত ভালবাসা বিরহ ব্যথা
সব হয়ে আছে চির পুঁথি গাঁথা।
প্রেম প্রীতি ভালবাসার নেই ক্ষয় এক অনু
পৃথিবীর সর্বত্র এটাই তো দেখিনু
হোক না লাইলি কালো পাগল তো মজনু।
পরিনতি যাই হোক পরিণয় বা ব্যর্থতা
ভালবাসায় চাই শুধু সাদা মন সততা
ঝুঁকে যাবে দুনিয়া যদি থাকে দুজনার একতা।

