STORYMIRROR

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

3  

Sk Mahatab Ali

Romance Tragedy Classics

প্রমিস। ২

প্রমিস। ২

1 min
3

কবিতা,তুমি কেঁদোনাকো আর পেয়োনাকো ভয়

শত্রুর সব ষড়যন্ত্র হবে নয়ছয়

একদিন, জেনে রেখো নিশ্চয়।


যতই করুক বাটপাড়ি, বাড়াবাড়ি

দেখে নিও খুব তাড়াতাড়ি

সব যাবে ধূলোয় গড়াগড়ি।


তারপর তুমি আর আমি দেবো মহাকাশ পাড়ি

যাবো চাঁদের বুড়ির বাড়ি

করবো না কারো সাথেই আড়ি।


চাঁদের উঠোনে খেলবো ধরাধরি

মেঘের আড়ালে করবো লুকোচুরি

পরিরা ছড়াবে ফুল ভুরিভুরি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance