মানসী, তোমাকে ৯
মানসী, তোমাকে ৯
মানসী,
আজও কি তুমি আকাশ পানে তাকিয়ে
খুঁজতে থাকো আমার অবয়ব?
নাকি ব্যস্ততার যাঁতাকলে পিষ্ট হয়ে
ভুলেই গেছ পুরনো দিনের সেইসব?
জানো, আমি আজও উদাস হয়ে আই
যখন আকাশ ঘিরে কালো মেঘ জমে
উদভ্রান্তের মত তোমাকে খুঁজে বেড়াই
হৃদয় আন্দোলিত হয়ে যায় তোমার নামে।