মানসী, তোমাকে ৯
মানসী, তোমাকে ৯
মানসী,
তুমি দেখেছো ভালবাসার লেলিহান শিখা?
যার তীব্রতায় ঝলসে রক্তাক্ত হয়ে যায় হৃদয়,
বিদীর্ণ হয়ে যায় প্রশস্ত পাঁজর!
শুনেছো কোনোদিন ভালবাসার কবিতা?
যার স্নিগ্ধতায় শীতল হয়ে যায় অন্তর,
পাহাড় গলে ঝরে পড়ে ঝর্ণা হয়ে।
অনুভব করেছো প্রেমের উত্তাপ?
যার উষ্ণতায় হৃদয় বিগলিত হয়ে পড়ে,
সমুদ্রের কিনারে জেগে ওঠে খুনসুটি,
নির্ভরতার স্পন্দন জাগে হাতে হাত চলতে ....
