প্রথম প্রেম
প্রথম প্রেম
1 min
413
মেঘের মনে আলো দিয়ে উঠবে কঁচি চাঁদ,
দুপুর রাতে হঠাৎ করে গাইবে নবীন ভোর।
দুয়ার খোলে এলো চুলে চল্লি কোথায় তুই,
হৃদয় ঘরে ফাগুন জাগে এলো নতুন প্রেম।
শিহরণে নাচবে প্রাণে রক্ত কণা তোর,
যা ভুলে যা বিশ্ব ভাবে;ভাবুক ভাবার যা,
হিসেব ভুলে বেহিসেবের বাড়িয়ে দে পা।
নিত্য এলো চিত্ত মাঝে প্রণয় এলো প্রেম,
ভালবাসা যেদিন আসে সেটাই প্রথম ক্ষণ।
নে ভাসিয়ে রক্ত রাগে মন ভূবনের পাড়,
পায়ে পায়ে যাবে ভরে সুখ সাগরের ধার।
নব্য আমি নব্য তুমি শুরু যখন প্রেম,
ভাব জোয়ারে ডুবলে হৃদয়;সব প্রেম প্রথম হয়।