ঊনিশকুড়ি
ঊনিশকুড়ি


তুমি আগলে রাখো
আমার সীমানা,
কোন মোহনায় রাখি পা-
মুছতে গিয়েও যায় না মোছা,
মনের ঘরে তোমার ভাবনা।
ছুঁয়ে দেখি স্বপ্নগুলো,
আঙুল ঠেকানো সিঁথি-
বুক পাঁজরে সিঁদুর দাগ,
ভেসে উঠে কল্পময় স্মৃতি।
দেখার যারা দেখুন তারা,
বেখেয়ালের চিহ্ন কিছু।
কি আসে যায় জানলে লোকে,
জানার যা নয়-
ডুবতে গেলে ভাব সাগরে,
অন্য রকম কতো কি হয়।
গভীর করে যাই জড়িয়ে তোমার প্রাণে প্রাণ,
হৃদয় যা বিকল ছিলো মজবুত এখন জান।
বাঁধন বাঁধন চলে খেলা,
মায়া প্রেমের সংসারে,
দূর নিকট ঝেরে ফেলে ফিরে আসি,
তোমার মনঘরে।
টলমল পা
চলতে মোরা একে অন্যের হাত ধরি,
বয়স বাড়ার বাড়ুক যতই- আমরা থাকবো ঊনিশ-কুড়ি।