বোকামী
বোকামী


হঠাৎ তুমি আটকে যাবে মাঝ পথে,
বলতে কথা থমকে যাবো আমি।
বুঝেও কিছু বুঝিনি,
চূড়ান্ত এক বোকামী।
বিকেল ঘাসে শিশির ঝরে,
মন ভেজানো অনুরাগ।
গোপন কথার আনাগোনা-আছে বাকি থাক,
অভিসারে নামবে দুজন মন কেমনের নেই খবর।
তোমার কথা ভুলতে গিয়ে ভুলেই গেছি নিজের ঘর,
চাষ হলো না শূন্য জমি-
মন বাগানে ধোঁয়াশা,
বেলকনিতে সাজিয়ে রাখি,
কুসুমকোমল যত আশা।
কি যেন তুমি বলেছিলে,
অন্য ছিলো তার ভাষা-
তার মানে বুঝতে গিয়ে,
ভুল হয়েছে যায় দিবসযামি-
আমি জানি কি যে ছিলো,
চূড়ান্ত সেই বোকামী।