ফাগুনের ভেজা পাতা
ফাগুনের ভেজা পাতা


ঝাপটে ধরে ফাগুন আকাশ,
বাদল হাওয়া যায় চুমে।
উষ্ণ কাঠি নামছে নিচে,
শীতল মন যায় ঘুমে।
আয় তবে আয় পলাশ দেখি,
বৃষ্টি গায়ে ভিজলো কি।
শিমুল গালের রং ধুয়ে যায়,
লজ্জা নত কুহুপাখি।
আমরা এবার মিলে সবাই,
হাতে হাতে ফিরতে শিখাই-
এই ফাগুনে বসন্তটায়।
ভিজে কুঁড়ি ফুলকলি,
আম মুকুলের শীত যাপন-
ভিজে চালে পাখির ডানা,
হাওয়া টানে যাই হারিয়ে-
যখন তখন।
এই ফাগুনের পোড়া মনে,
এক পেয়ালা মত্ত নেশা।
জড়িয়ে থাকে বুকের কাছে,
অনেক কালের ভালোবাসা।