সুখনীড়
সুখনীড়


এক মুঠো ছায়ার মত ঘুরছে গাঙ শালিক,
ঘর বাঁধে নদীর তীর ঘেঁষে,
মাটিতে গর্ত খুঁড়ে।
জোয়ার ভাটায় চাঁদ নামে,
জোয়ার জলে মুখ দেখে খেলার ছলে।
এখানে নগর জীবনের দমবন্ধ চাপ নেই,
চাপ চাপ কালো ধোঁয়ার বলয় রেখা ছুঁতে পারে না-
নির্মল মন দুটি।
গোধূলির আকাশ নামা সূর্য আদরে,
চুমো খায় মেঘছায়া স্বচ্ছ সলিল সজীব বুকে।
খুটে খায় জীবনের কণাদানা,
অকৃত্রিম স্বারম্ভর আয়োজনে।
শ্যাওলা জড়িয়ে রাখে পা শ্যামল আলিঙ্গন,
ধনজন প্রাসাদ ঘর কি আছে-
তাতে কি শান্তি চাদর ঢেকে রাখে মন।
প্রাণঘুম সুখ নিঃশ্বাস বাতাসে উদ্যম,
ছলকে পড়ে উথলে উঠে দুরন্ত জয়গীত।
রামধনু শাড়ির আঁচল ঝলমল তরঙ্গ মুখ,
আলো রেখায় বাঁধা আছে আঁধারেও শত সুখ।