মানুষ আছে বলেই
মানুষ আছে বলেই


পাথরেই যদি ঘর বাঁধা হলো,
কি দোষ করেছে নির্জন পাহাড়,
মাটিই যদি দেশ হয়,
বাকি যায় কেনো মঙ্গল বা চাঁদ,
অথবা যারা আরও আছে ওই সব গ্রহ হাজার।
ঘর ত ঘর হয় ভালোবাসার বাঁধনে,
দেশ হয়েছে তাই নরনারী পদ চারণায়।
দেশ,কাল,ঠিকানা কিংবা সীমানা,
একেঁছি সবই আমরা,
হিসেবে হবে সহজে তাই।
তুমি আমি আছি কে কোথায়,
খুঁজে যাতে পাই।
কোন ভাগ ভেদ দাগ মোটেও ছিলো না কোথাও,
অজানার সন্ধান পাবে খুঁজে দূর দেশ,
অন্য কোন সীমা করে পার।
হৃদয়ের খোঁজ পাবে কি করে,
অথবা
যে নিজে নিজেই হারিয়ে যায়।
সময়ের গায়ে কিসের দাগ দিয়েছ কেঁটে,
বছর দিন মাস ঘন্টা মিনিট,
মনে কেঁটে দেখো দাগ কত কঠিন।
পৃথিবীটা পৃথিবী হয়েছে,
মানুষ আছে বলে তার সুন্দর সুরভীত অঙ্গটায়।