SAIBAL SARKAR

Abstract

2  

SAIBAL SARKAR

Abstract

অহমিকা মুছে নাও

অহমিকা মুছে নাও

1 min
288


সময় জড়িয়ে যেতে দেখি নীল খামে, 

কলঙ্ক আমাদের পুরু হয়েছে বড়-

বেশ তা হয়েছে নিরেট। 

ঘেঁটে যায়, উদ্যত আঁচড়ে আঁচড়েছি যত গা, 

সহ্যেরও সীমাপার সইবে আর কত ঘা। 

তাই বুঝি ডাকে আজ ধ্বংস আদরে, 

জাগে ওই ভয়ঙ্কর বিভীষিকা-

কদর্য আচারে। 

বেড়ে গেছে বড় দম খুব বড় ভাবো মনে, 

টেনে তাই নামাবে প্রকৃতি মৃত্যূ কণা ছড়িয়ে। 

নিয়ন্ত্রণ আছে কি যা খুশি করছো খুব, 

ভুলে গেছো 'শক্তিমান' আসলে অসহায়, 

ভয়েভীত তোমার বুক। 

বদলে যাও এখনো একটু আছে সময়, 

প্রলয় শঙ্খ নাই বাজুক অহমিকাটা তার আগেই মুছে নাও।


Rate this content
Log in