SAIBAL SARKAR

Inspirational

1  

SAIBAL SARKAR

Inspirational

সুতোকাটা ঘুড়ি

সুতোকাটা ঘুড়ি

1 min
436


সুতোকাটা ঘুড়ি 


এপারে কোন আকাশ নেই, 

শুধুই চালা ঘর। 

দেওয়াল যত গায়ে গায়ে, 

তার চেয়েও বেশি,

পড়ছে চোখে বুকের পাঁজর।

 

দুঃখ নিয়ে মনব্যবসা,

মেকি দরদ হাজার রকম, 

মহড়া দেয় কষ্ট নিয়ে-

ভাষণে বুলি উন্নয়ন। 

আমরা বলি স্বার্থ সিদ্ধি।


ঘুণ ধরেছে দেশের গায়-

খাচ্ছে লুটে জনতার ধন, 

নেতার ক্রমেই বাড়ছে প্রাণ। 

সততা হয় বিক্রি বাট্টা, 

নিয়ম কানুন বেজায় কঠিন।


আসল নকল যায় গুলিয়ে, 

দারুণ রকম পায় হাসি। 

অট্টালিকার পার ঘেষে, 

আবর্জনায় উড়ছে মাছি, 

কষ্ট দুঃখ যাচ্ছি চেপে, 


যায় না বোঝা দিচ্ছি যেটা-

আসলে তা হাসি না কাশি। 

আনন্দরা উড়ছে তবুও, 

মেলা খেলা জুয়াচুরি। 

যাচ্ছি কোথায় অনিশ্চয়তায়, 


হচ্ছি কেবল সুতো কাটা, 

ওই আকাশের উড়ন্ত ঘুড়ি।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational