লড়াই
লড়াই
Prompt-4
লড়াই
মানিক চন্দ্র গোস্বামী
দেশ জুড়ে আজ শুরু হয়েছে
ভীষণতম লড়াই,
প্রতি পদেই মানুষ জনে
করছে বাঁচার লড়াই।
ন্যায় বিচারের আশায় লোকে
লড়ে অন্যায় সাথে,
লড়াইয়ের মাঠে মিথ্যার হার,
স্থিরতা সত্যের জয়রথে।
মানুষ এখনো বিশ্বাস রাখে
যুগ যুগান্তর ধরে,
অশুভ শক্তির পরাজয় ঘটে
শুভ শক্তির জোরে।
ন্যায্য দাবি পূরণের তরে
ভয় নাহি দেখি প্রাণের,
জাতির লড়াই, জাতের লড়াই,
লড়াই অপমানের।
ইতিহাসের পাতায় লেখা
রাজ্য জয়ের নেশায়,
রাজারাজড়া যুদ্ধে মেতে
প্রকাশিছে ক্ষমতায়।
লড়াইয়ের রূপ বদলে গেছে
আজকের সংসারে,
দুর্বল আজ লড়াই করে
সবলের অত্যাচারে।
গরিবের লড়াই ক্ষুধার সাথে,
রাজনীতিতে মতের,
অর্থ নেশায় ধনীর লড়াই,
ঘুম উড়েছে রাতের।
যেমন খুশি হোক না লড়াই,
একাকী আসে না জয়,
জিততে হলে সকল শক্তির
হতে হবে সমন্বয়।
