তোমার ঠিকানা পাইনে খুঁজে
তোমার ঠিকানা পাইনে খুঁজে
তোমার ঠিকানা পাইনে খুঁজে
তবু আমার এ পাগল মন
ছুটে যায় শুধু তোমারি পানে
নাগালের বাইরে থেকে
ফিরিয়ে আনতে চায় তোমাকে
তুমি যে এতো অভিমানী
পারিনে বুঝিতে জনমে মরণে
বঞ্চিত হয়ে লাঞ্চিত হয়ে
ধরিয়া রাখিতে চাই তোমাকে
আমার এ ছোট্ট হৃদয় কন্দরে
দিয়ে যেতে চাই তোমাকে আমার
যা কিছু পাথেয় ভুবনে
পাইনে খুঁজে তুমি বিনা কিছু
ঘুরে মরি নিরাশ হয়ে
তোমারি প্রেমের সুরধুনী
বয়ে চলে যায় প্লাবিয়া
হৃদয় নাওয়ে সওয়ারী হয়ে
মিলিতে যে চাই তোমাতে
হয়োনা অধীর বিরহে কভু
আমি যে উর্মিমালা
তোমারি বক্ষে করি খেলা
দিবা নিশি এক সাগরেই লীলা
তোমা হতে সৃষ্টি যে মোর
তোমারি মাঝেতে লয়
এ বিশ্ব মাঝারে দ্বীপশিখা আমি
তুমি অনন্ত নভ আলয়
