স্বার্থান্বেষী
স্বার্থান্বেষী
শত শতাব্দী আলোকবর্ষ দূরে -
আমি চলি কোন নির্বান্ধবপুরে ;
একলা পদব্রজে ,
গগনের নীলে প্রশ্নচিহ্ন খুঁজি -
সপ্তর্ষিদল রয়েছে চক্ষু বুঁজি' ;
লুব্ধকও অনুব্রজে ।
আকাশগঙ্গা অলকা তিলকা ভালে -
মহাতেজস্বী বালকি দুলকি চালে ;
অনন্তে চিরস্থানু ,
বিশ্বনিখিল জলিল সলিল মাঝে -
মহাভৈরব সঙ্গীত সুর বাজে ;
শ্যামলীমাময় জানু ।
আমার দেখা কালপুরুষের সাথে -
বজ্রগহন বিজলী দহন রাতে ;
অষ্টবসুর চক্রে ,
তাপিত হৃদয় কম্পিত কলরবে -
আলাপ করিতে কালপুরুষের শবে
ধরেছি অষ্টাবক্রে ।
পিতামাতা দারা পরিবার পরিজন -
মিত্র শত্রু অথবা গুপ্তধন ;
সকলেই আদিপার্থ ,
আমি একাকী নীরবে নির্জনে -
ক্রন্দনে ঢাকি শ্রীপাদপদ্ম ধনে ;
হইয়াছি নি:স্বার্থ ।
****************************
টিকা - বালকি অর্থ সূর্য্য
জলিল অর্থ মহান ( এটি একটি আরবী শব্দ )
মিত্র বলতে আমরা কি বুঝি ?
' উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে,
রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স: বান্ধব ।'
যার পাদপদ্মে আত্মসমর্পন করি তিনিই প্রকৃত বন্ধু )
*****************************
