হোক প্রতিবাদ
হোক প্রতিবাদ
নিজের অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়ালে যদি আমি অপরাধী হই,
তবে এই অপরাধ এ জীবনে বার বার আমি করে যেতে চাই ।
যদি তোমরা আমায় বিদ্রোহী বলো তবে আমি তাই,
আমার কাছে বেনিয়মের অন্যায় বা অপরাধের কোনো প্রশ্রয় নাই।
স্বৈরাচারী হটাও, শোষক হটাও দেশটাকে বাঁচাতে দাও,
প্রতিবাদ করো, প্রতিরোধ করো ধান্দাবাজ মুক্ত দেশ বানাও ।
হে নব যুবক জোয়ান ছেলে চুপ থাকো কোন কারণে?
পাপীদের পাপ বন্ধ করে শাস্তি দিতে এগিয়ে আসো সামনে ।
যত সব দালালরা আছে সবাই দালালি করে,
এরা সমাজের উপকারের বদলে অপকার করে। এদের প্রভাবে সবাই অকাজ করে,কাজ হয় বরবাদ,
তাই দালালি কোনো পেশা নয়, এর হোক প্রতিবাদ।
