ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা,
জীবন দর্শনের প্রতি পাতায়
আমার হাতের লেখা,
সেই লেখায় তোমার পরকাল আর
ইহকালের চিত্র আঁকা -
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা ।।
জীর্ণ ইতিহাস - করে পরিহাস -
মানুষ অমানুষে কেমন করে সহবাস,
পার্থিব জীবন - বয়ে চলা আমরন -
পৃথিবীর এ পরবাসে তোমরা ক্রীতদাস,
-----------
যত্ন করে ধীরে ধীরে মুক্তিটাকে আঁকড়ে ধরা -
দিন শেষে চুপিচুপি মাটিতেই ঝরে পড়া -
এরপরই শুরু হয় ইতিহাস লেখা,
------------
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা ।।
ছবি আঁকে মন - কাল্পনিক জীবন -
অবশেষে ক্যানভাসে ভরে কালো রং,
সবাই তো মানুষ - তবে তফাৎটা কোথায় -
কেনো করে মিছে অভিনয় - সাজে সং,
------------
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ করে সভ্য সমাজ - আর -
রক্তে রক্তে পৃথিবীটা হয় একাকার,
এরপরই শুরু হয় ইতিহাস লেখা,
------------
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা ।।
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা,
জীবন দর্শনের প্রতি পাতায়
আমার হাতের লেখা,
সেই লেখায় তোমার পরকাল আর
ইহকালের চিত্র আঁকা -
ডুবন্ত জাহাজের পাটাতনে বসে
ভবিষ্যতের স্বপ্ন দেখা,
ভোরের আবছায়া আলোয়
মধ্যরাতের গল্প লেখা ।।
------------------------------------------- ঋষি অভ্রতনু ।।
