সম্ভাবনা
সম্ভাবনা


যন্ত্রনা গুলো খসে খসে পড়ছে,
মনের দেহ জ্বলছে,
হৃদয়জঙ্গলে লেগেছে দাবানল,
অপ্রয়োজনীয় আগাছার ভীড় জমে ছিল,
অকস্মাৎ ঘৃনাগ্নুৎপাতে ছাই হয়ে যাচ্ছে,
সম্পর্কের অর্ধমৃত কঙ্কালগুলো
ভ্রুকুটির ছলে ক্রমে ধূমায়িত হচ্ছে,
প্রকৃতই কি ছিল কোনো অনুভূতি ?
নাকি স্বাচ্ছন্দ্যপ্রত্যাশায় প্রয়োজনীয় ছলনা !
দগ্ধানুভূতির সমান্তরাল রেখায়
তুমি তো সহযাত্রী রইলে না,
মিথ্যা প্রহসন মঞ্চ থেকে আজ মুক্ত চেতনা,
বিভ্রান্তির হাত ছেড়ে সুদূরে দিচ্ছে পাড়ি,
অদূরেই সেই অতিপরিচিত জ্যোতির সম্ভাবনা ।