Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

RISHI ABHRATANU

Abstract Inspirational Others

3  

RISHI ABHRATANU

Abstract Inspirational Others

অপেক্ষা

অপেক্ষা

1 min
261


উত্তাপ ছুটছে রক্তের হাত ধরে, 

চিন্তার জাল ছিঁড়ে 

মনপাখী ডাকে কর্কশ স্বরে, 

রসবোধ শুষ্কহাস্যে বিদ্রূপ করে, 

কলেবর যেন আসমান হতে সমুদ্রতলানিতে 

ছোটাছুটি করে সহস্রবর্ষের গ্লানিতে, 

যেন থররাজের প্রকান্ড গদা 

চূর্ণ করছে মাথা, 

সাহারার শুষ্কতা যেন কন্ঠে বেঁধেছে বাসা, 

আমি ভীষ্মের শরশয্যার পরিভাষা, 

কল্যপ্রাতের আমি হই যদি ইতিহাস, 

জানি অনেকেই ফেলবে স্বস্তির নিঃশ্বাস, 

হয়তো দু-একজনের হবে সর্বনাশ, 

অনেকেরই হবে না বিশ্বাস, 

তবু আমি তো জানি 

এ শিহরণ কিসের আভাষ, 

পরমপিতার আহ্বানের অপেক্ষায় 

আমার শেষ নিঃশ্বাস । 



Rate this content
Log in

More bengali poem from RISHI ABHRATANU

Similar bengali poem from Abstract