কবিতা চিত্রপটে
কবিতা চিত্রপটে
Prompt-26
কবিতা চিত্রপটে
মানিক চন্দ্র গোস্বামী
কবি ভাবনার প্রকাশ ঘটে
কবিতার শব্দ, ছন্দ, লয়ে;
রং, তুলির আঁচড়েতে পাই
চিত্রকরের পরিচয়ে।
কবিতায় ব্যক্ত শব্দ আড়ালে
কল্পনা লেখনী রূপে,
সংকেত কিছু রেখে যান কবি
উদ্ভাবনীর প্রতিরূপে।
চিত্রশিল্পী মনের ভাবটি
আপন চিত্র কলায়,
ফুটিয়ে তোলেন ক্যানভাসটিতে
সহজ, সরল ছোঁয়ায়।
মিল দেখা যায় কবির সাথে
চিত্রকরের কাজের,
একে অন্যের ভাবধারাতেও
সৃজন করেন শিল্পের।
কবিতার মাঝে যে ছবি ফোটে
মনের ভাবের ধারাতে,
চিত্রকরের শৈল্পিক হাতে
ফুটে ওঠে রঙ, তুলিতে।
ভাব প্রকাশের ক্ষমতা অসীম
কবির সৃষ্টি ধারায়,
চিত্রের মাঝে নিহিত অর্থ
প্রকাশ পায় কবিতায়।
কবিতার সাথে চিত্রকলার
ঐক্য রয়েছে প্রবল,
ভাব প্রকাশের ধরণ ভিন্ন,
শিল্পী মনের ফসল।
