মানুষের ভিড়ে
মানুষের ভিড়ে
ব্যস্ত শহরের হাজার মানুষের ভিড়ে,
সত্যিকারের মানুষকে চেনা বড় দায়।
অবিশ্বাসের ছোঁয়ায় ভালবাসা হারিয়ে যায়,
দুচোখ জুড়ে বসে থাকা ভালো থাকার স্বপ্নগুলো,
গভীর রাতে কাঁদিয়ে যায় আকাশে ডানা মেলা ইচ্ছাগুলো।
ঐ খোলা নীলাকাশে উড়তে চায় হারানো দিনের সুরগুলো,
কেন যে শুধুই কষ্ট দেয় ফেলে আসা প্রিয়জনের প্রিয় মুহুর্তগুলো।
ঘৃণার পর্দা সরিয়ে দেখ ভালোবাসা মাখা একটা দিন,
অপেক্ষা তোমার ভালোবাসার আর থেকো না হয়ে প্রেমহীন।
ভালো তুমি বাসতে পারো জানি, কিন্তু মানুষের ভিড়ে ভয় হয়,
তোমার কি জানা ঘৃণায় নয়, মানুষের প্রেমে লেখা আছে মানবতার জয়।
