রানা প্রতাপ
রানা প্রতাপ
Prompt-24
রানা প্রতাপ
মানিক চন্দ্র গোস্বামী
ইতিহাসের পাতায় লেখা যোদ্ধা রানা প্রতাপ,
পরিচিতি ছিল মেবার সিংহ, শরীরে বীরের তাপ।
অসীম সাহসী বীর যোদ্ধার অন্তরে দেশপ্রেম,
মোঘল সেনাকে প্রতিরোধ করে বাড়ালো দেশের ক্ষেম।
ঘোড়ায় চড়ে অস্ত্র চালনায় সিদ্ধহস্ত রানা,
যুদ্ধ নীতির মারপ্যাঁচ গুলো ছিল যে তার জানা।
মানুষ হিসেবে ছিলেন উদার, জনতার নির্ভয়,
মেবার সিংহের রাজত্বে কারও মনেতে জাগেনি ভয়।
সাহসের সাথে দমন করেছেন বিদেশী আক্রমণ,
একাধিকবার লড়াই শেষে চিতোর সমর্পন।
জহর ব্রতে আগুনে ঝাঁপ শত সহস্র নারীর,
সম্মান বাঁচাতে স্বেচ্ছামৃত্যু, বিসর্জিল শরীর।
রাজপুতানার কলঙ্ক ছিল মান সিং সেনাপতি,
মোঘল শিবিরে যোগ দিয়ে আশা চিতোরের অধিপতি।
হলদিঘাটির গিরিপথে হলো রানার বিশাল লড়াই,
মান সিংয়ের চতুরতায় প্রতাপের উৎরাই।
মেবার রানার সংগ্রাম শেষ হতাশার পরাজয়ে,
প্রাণের প্রিয় চেতক ঘোড়ার প্রাণের বিনিময়ে।
