অর্থই অনর্থ
অর্থই অনর্থ
Prompt-19
অর্থই অনর্থ
মানিক চন্দ্র গোস্বামী
হন্যে হয়ে ছুটছে সবাই
পাবে জীবন যাপন কড়ি,
লোভের ফাঁদে সমর্পণে
কারো জুটছে হাতকড়ি।
সত্যের পথে উপায়ের ধন
সম্মান এনে দেবে,
চুরি অথবা লোক ঠকিয়ে
শুধু তিরস্কারই পাবে।
পথের পাশে ভিখারিটা
হাত পেতে আছে বসে,
যদি কেউ দেয় দুটি পয়সা
নেহাতই ক্লেশের বশে।
তাতেই কি তার ভরবে উদর,
পূরবে মনের আশ ?
কি আর হবে হতাশা বাড়িয়ে
এ যে ভাগ্যের পরিহাস।
উচ্চবিত্তের বাড়ি-গাড়ি আছে,
বিলাসিতা অর্থবলে,
সামান্য অর্থে নিম্নবিত্তের
জীবনটা এলোমেলো।
অর্থ বড়ই বিষম বস্তু,
না পেলে বাড়ে ক্রোধ,
সংসার হয় ছিন্নভিন্ন,
স্বজনে জানায় বিরোধ।
মানুষের কাজ বৈচিত্রে ভরা,
অর্থোপার্জন পেশা,
জীবন মূল্য হারিয়ে যাবে,
পেশা যদি হয় নেশা।
ঘর ভেঙে যায় টাকার গুণে,
প্রাচুর্য্যে কিংবা অভাবে,
কটু কথায় জীবন কাটে,
বদলে গিয়ে স্বভাবে।
চাহিদা যখন বেড়ে চলে ক্রমে,
লালসা জাঁকিয়ে বসে,
মানুষ তখন দিকভ্রান্ত,
মেটাতে পারে না আশে।
টাকার প্রাচুর্য্য গরিমা আনে,
মনেতে আনে না সুখ,
স্বভাবটুকু হারিয়ে গেলে,
জীবন ব্যাপী দুখ।
