আমার ব্যথার দিনগুলিতে
আমার ব্যথার দিনগুলিতে
আমার ব্যথার দিনগুলিতে
তুমি গান গেয়ে যাও হয়ে কোকিল
আমায় দিবস রজনী বেদনার মাঝে
দাও সান্তনা সংগীত
শত আঘাতে, শত লাঞ্ছনাতে
হইনা ম্রিয়মান
শুধু তোমার কণ্ঠস্বরে
ফিরে পাই নব জোয়ার
প্রাণ চায় তাই মিশে যেতে
তোমার অনুপ সুরের ছন্দে
জীবন আমার প্রস্ফুটিত
তব করুণা সাগরে পদ্ম
কতবার ভাবি ক্ষণ এ জীবন
কাটিয়া যাইবে বৃথা
তুমি এসে হেসে
প্রাণে বসে সখা
কয়ে যাও দুটি কথা
জীবন যে মোর নয়কো আমার
বিধির কলমে লেখা
সমাপ্তি হবে তব চরণে
পেয়ে তোমার প্রেমের ছোঁয়া
