মাতৃভাষা
মাতৃভাষা
বাংলা মায়ের কাছে পাওয়া ভাষা,
তাই বলতে লিখতে খাসা,
জাগায় মনে আশা,
মাধুর্য্যে ঠাসা,
ভাষা,
তৃষা,
জাগে মনে,
ভালোবাসা আনে প্রাণে,
সকল ভাষার সেরা মানে,
এই ভাষায় খেলি আবৃত্তি গানে।
বাংলা মায়ের কাছে পাওয়া ভাষা,
তাই বলতে লিখতে খাসা,
জাগায় মনে আশা,
মাধুর্য্যে ঠাসা,
ভাষা,
তৃষা,
জাগে মনে,
ভালোবাসা আনে প্রাণে,
সকল ভাষার সেরা মানে,
এই ভাষায় খেলি আবৃত্তি গানে।